নাগরিক স্মরণসভায় বক্তারা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরেণ্য বুদ্ধিজীবী, প্রফেসর ড. আবু ইউসুফ’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড. আবু ইউসুফ নাগরিক স্মরণসভা কমিটির উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে মিলাদ মাহফিল ও কোরানখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম’র চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তী ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মরণসভা কমিটির সদস্য সচিব কমান্ডার মোহাম্মদ ইদ্রিস। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ড. মো. সেকান্দর চৌধুরী।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রওশন আরা ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা পল্টু লাল সাহা, বিজয় ধর, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাজাহান চৌধুরী, মো. নজরুল ইসলাম মোস্তাফিজ, মো. নাসির উদ্দিন, দিলরুবা খানম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের বাংলাদেশ বিনির্মাণে আমৃত্যু তিনি ছিলেন অবিচল। তিনি শিক্ষা ও সমাজ বিনির্মাণের কারিগর ছিলেন। বিজ্ঞপ্তি