নগরীর কারিতাস মিলনায়তনে গতকাল শেষ হয়েছে ২ দিনব্যাপী ‘থিয়েটার থেরাপি’ বিষয়ক প্রশিক্ষণ।
২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ থেরাপিউটিক থিয়েটার এনস্টিটিউট এর প্রশিক্ষক সুমন সরকার, ইউশরা খান চমক ও তাসলিমা আক্তার।
ডিসিএ এর সহযোগিতায় উৎস বাস্তবায়িত প্রকল্প ‘অ্যাডুকেশনাল এসিস্টেন্স ফরপারসন্স উইথ ডিজ এ্যাবিলিটিস’ এর কর্মসূচি হিসেবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে তাদের মানসিক প্রশান্তি থাকাকে নিশ্চিত করতে সৃজনশীল কলাবিদ্যা ‘থিয়েটার থেরাপির’ কার্যকর ব্যবহার দক্ষতা বৃদ্ধিতে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণের শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি কনসালটেন্ট সাইকোলজিস্ট শাহরীনা ফেরদৌস বলেন, ঔষধী চিকিৎসাসেবার বাইরেও থিয়েটার থেরাপিসেবা মানসিক স্বাস্থ্য সুরক্ষায় রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মানসম্পন্ন শিক্ষার জন্য মানসিক প্রশান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিকভাবে শান্ত থাকলে পাঠে মনোযোগ বৃদ্ধি পায় এবং শিক্ষণ দীর্ঘমেয়াদী হয়। তাই শিক্ষার্থীদের নিয়মিত থিয়েটার থেরাপি সেশনে অংশগ্রহণ করা উচিৎ। সমাপনীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উৎস এর মনিটরিং অফিসার মো. আবুল হাশেম খান। প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর নুরুল মোস্তফা কামাল জাফরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণকারীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন, চিনু বড়ুয়া, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ আইয়ুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্পের হিসাব কর্মকর্তা আয়শা আক্তার জুঁই। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার সাফিয়া বেগম, কমিউনিটি মোবিলাইজার আলী আহমদও মোহাম্মদ নাছির। বিজ্ঞপ্তি