শামসুর রাহমান

হাফিজ রশিদ খান

[গত ১৭ আগস্ট (২০২২) ছিল কবি শামসুর রাহমান-এর ষোলোতম মৃত্যু দিবস। ২০০৬ সালে তিনি এই পৃথিবীর মায়াত্যাগ করেন বাংলা কবিতার কনক সিংহাসনের রাজন্যরূপে। ১৯২৯ সালে শামসুর রাহমান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা ঢাকার আদিবাসিন্দা। সেই ধারার ভেতরে লালিত-পালিত তথা বসবাস করেও পুরান ঢাকার জৌলুশপূর্ণ পার্থিব আনন্দময় জীবনে গা ভাসিয়ে খড়কুটোর মতো ভেসে যাননি। বিশ্বকাব্যধারার সঙ্গে সঙ্গতি রেখে বাংলা সাহিত্যে অতীব গুরুত্বপূর্ণ স্থানে আসীন হয়েছেন। বিগত বিশ শতকের তিরিশের দশকে সূচিত বাংলা আধুনিক কবিতা আন্দোলনে পঞ্চাশের দশকে তিনি যোগ দিলেন ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ নামক কাব্যগ্রন্থ হাতে। সত্তরোর্ধ্ব বয়সে মৃত্যুর আগেই তিনি বাংলা কবিতার আকাশে উজ্জ্বল কালপুরুষ হয়ে ওঠেন। তাঁকে স্মরণ করে কবিতাটি উৎসর্গিত।]

পছন্দ করতে আয়াত উচ্চারণেরে মতো
পয়ারছন্দিত বাংলা কবিতা আর সরলা বাঙালি নারী
ভালোবাসতে নদীর তীরবর্তী বাতাসের গুঞ্জরণ
সার্কাস ও বনভূমি
বালিয়াড়ি
পার্কে একাকী ভ্রমণ
খুব গভীর আকাশে নীলের ভদ্রতা
নান্দনিক রুচিঋদ্ধ সাধুসঙ্গ
আধপাগলাটে বন্ধু

পছন্দ করতে গানের মানুষ
মৃৎশিল্পের আদুড় কারিগর
বুক কাঁপানো কৃষ্ণাভ মেঘের গর্জন
ভোরের সূর্যের তেজি আলোকসম্পাত

পছন্দ করতে গরিব লোকের প্রাণখোলা হাসি
পাখিদের উল্লসিত ওড়াউড়ি
উদ্বাহু নৃত্যের সামুদ্রিক ঢেউ
নতুন পাতায় কেঁপে-কেঁপে ওঠা

চাঁদের আলোর পিচ্ছিল পিরিত …