সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
টেস্ট ক্রিকেটের প্রায় দেড় শতাব্দীর দীর্ঘ ইতিহাসে ১০০ ম্যাচ খেলা খেলোয়াড়ের সংখ্যাটা নেহায়েত কম নয়। এখন পর্যন্ত ৭৩ জন ক্রিকেটারকে সাদা পোশাকে দেখা গেছে ১০০ ম্যাচে। তবে মাইলফলক ছোঁয়ার ম্যাচে সেঞ্চুরি করেছেন এমন খেলোয়াড়ের সংখ্যা খুবই কম। আর ১০০তম ম্যাচে ডাবল সেঞ্চুরি তো আরও বিরল। সেই বিরল প্রায় কীর্তিই এবার গড়েছেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। খবর ঢাকা পোষ্টের।
গতকাল মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েছেন ওয়ার্নার। তবে ২৫৪ বল খেলে ডাবল সেঞ্চুরি করার পর যখন উদযাপন করছেন তিনি, তখনই ঘটল এক বিপত্তি। লাফিয়ে উঠে উদযাপন করার যে স্টাইল, সেটা করতে গিয়েই পা মচকে ফেলেন তিনি, ফলে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। তাতে তার অর্জন অবশ্য ম্লান হয়ে যায়নি। জো রুটের পর ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়লেন তিনি। সাবেক ইংলিশ অধিনায়ক রুট কীর্তিটা গড়েছিলেন গত বছর। মঙ্গলবার তাকেই ছুঁয়ে ফেলেন ওয়ার্নার। তার ডাবল সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়াও পৌঁছে গেছে শক্ত অবস্থানে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ১৮৯ রানে রুখে দেওয়ার পর ওয়ার্নারের দ্বিশতকে ভর করে দ্বিতীয় দিন শেষে তুলে ফেলেছে ৩৮৬ রান।