নিজস্ব প্রতিনিধি, লোহাগাড়া :
লোহাগাড়া থানার ধর্ষণ মামলার আসামি পদুয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন (৪১) চট্টগ্রাম মহানগরে আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। চান্দগাঁও থানা পুলিশের সহযোগিতায় মামলার বাদীনির স্বজনরা তাকে আটক করে পরে লোহাগাড়া থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দিনগত রাতে এ আসামি চান্দগাঁও থানা এলাকায় আটক হয়। লোহাগাড়া থানা পুলিশ গতকাল ১৬ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম মামলা ও আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
বিধবার এজাহারনামার ভিত্তিতে লোহাগাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান বলেছেন এ ব্যাপারে যথাযথভাবে তদন্ত চলছে। ইউপি সদস্য আনোয়ার হোসেন পদুয়া ইউনিয়নের আলী পাড়ার মৃত শেখ আহমদের পুত্র বলে জানা গেছে।
জানা যায়, মামলার বাদীনি একজন বিধবা। বেশ কিছুদিন থেকে ইউপি সদস্য আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে। নানা প্রলোভনে বিধবাকে কয়েকবার ধর্ষণ করেছে বলে অভিযোগে প্রকাশ।
পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহির উদ্দিন জানান, এ বিধবা ইউপি সদস্য আনোয়ারের আচরণ সম্পর্কে মৌখিক অভিযোগ করেছিলেন। তবে এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ করেনি। অভিযুক্ত ইউপি সদস্য এ মহিলার নিকট মোটা অঙ্কের টাকা পাওনা বলে চেয়ারম্যানকে জানিয়েছেন। এ ইউপি সদস্য টাকা লেনদেন সংক্রান্তে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।