সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
লা লিগা ইতিহাসে ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে আসলেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে স্পট কিক থেকে গোল করে, এ ইতিহাস গড়েন রামোস। এটা তার লা লিগা ক্যারিয়ারের ৬৮ তম গোল।
লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোল করা ডিফেন্ডার এখন রিয়াল অধিনায়ক। ৬৮ গোল করে তিনি পেছনে ফেলেছেন বার্সেলোনার ডিফেন্স লাইনের সাবেক সেনানী রোনাল্ড কোম্যানকে। যিনি এখন নেদারল্যান্ডস জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। এ তালিকায় উপরে উঠতে গিয়ে, রামোস পেছনে ফেলেছেন আরো বেশ কয়েকজন কিংবদন্তীকে। এর মাঝে তিনজন আবার তার সাবেক সতীর্থ। তারা হলেন, স্পেনের ফার্নান্দো হিয়েরো, পিরি এবং রিয়াল মাদ্রিদের রবার্তো কার্লোস।
হিয়েরোর গোল সংখ্যা রামোসের চেয়ে অনেক বেশি হলেও, তার বেশিরভাগই ছিলো মিডফিল্ডার হিসেবে। তাই, তালিকার শীর্ষে উঠে আসতে কোন বাঁধাই পাননি সার্জিও রামোস।
তথ্যসূত্র : সময়টিভি’র।
খেলা