লারাকে টপকে গেলেন হোল্ডার

 

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :

করোনার প্রকোপ কাটিয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাধ্যমে বাইশ গজে ফিরল ক্রিকেট। অসাধারণ অধিনায়কত্ব আর ব্যক্তিগত পারফর্ম্যান্স দিয়ে প্রথম টেস্টে দলের জয়ে বেশ বড় ভূমিকা রেখেছেন উইন্ডিজ কাপ্তান জেসন হোল্ডার।

এজিয়েস বোলের চতুর্থ দিন ক্যারিবিয়ান টিমের দুর্দান্ত পারফরম্যান্সকে নিজের ক্যাপ্টেন্সির ‘সেরা’ বললেন জেসন হোল্ডার। যা শেষ পর্যন্ত সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ এগিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই টেস্ট ম্যাচ জয়ের মাধ্যমে ব্রায়ান লারাকে টপকে গেলেন হোল্ডার।

প্রথম টেস্টের চতুর্থ দিন ৩০ রানে ৫ উইকেট ফেলে দিয়েছিলেন হোল্ডাররা। হোল্ডার ফিরিয়েছিলেন বেন স্টোকসকে। ৩৩ তম টেস্টে ক্যাপ্টেন্সি করে এটি হোল্ডারের ১১ নম্বর জয়। টপকালেন লারাকে (৪৭ টেস্টে ১০ জয়)। ছুঁলেন রিচি রিচার্ডসনকে (২৪ টেস্টে ১১ জয়)।

হোল্ডার বলেছেন, ‘লম্বা একটা লড়াইয়ের দিন ছিল। যেটা শেষ পর্যন্ত আমাদের পক্ষে গিয়েছিল। আমার ক্যাপ্টেন্সিতে সেরা দিন। কারণ, বোলাররা কেউ বলেনি যে, আমি ক্লান্ত। বোলিং করতে পারব না।’ সঙ্গে জুড়েছেন, ‘স্টোকস যখন ব্যাট করছিল, মনে হচ্ছিল, ম্যাচটা বেরিয়ে যাচ্ছে। ওই সময় আমরা ঝাঁপিয়েছিলাম। ব্ল্যাকউডও চমৎকার খেলল।’

খবর : ঢাকাটাইমস’র।