নিজস্ব প্রতিবেদক :
লঘুচাপে বৃষ্টি থাকতে পারে আজো। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে থেমে থেমে বর্ষণ অব্যাহত থাকতে পারে আজ সোমবার পর্যন্ত। পরবর্তীতে ধীরে ধীরে কমে আসবে। এদিকে লঘুচাপের কারণে সাগরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর পতেঙ্গা কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল বলেন,‘ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ইতিমধ্যে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ সারাদেশে বর্ষণ হচ্ছে। তবে আজ সোমবার পর্যন্ত হয়তো বৃষ্টিপাত হতে পারে এবং পরবর্তীতে তা ধীরে ধীরে কমে আসবে।’
এদিকে চট্টগ্রামে গতকাল বিকাল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়।
উল্লেখ্য, বছরের এই সময়ে বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়। এই লঘুচাপের কারণে চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টি হয়ে থাকে।