সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারদের তালিকা করলে প্রথমদিকেই থাকবে রোনাল্ডো নাজারিওর নাম। এতদিন এককভাবে একটি রেকর্ডের মালিক ছিলেন তিনি। তবে সম্প্রতি তার রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, বসেছেন তার পাশে।
শুক্রবার কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলতে নেমেছিলেন মেসি। এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন বার্সা তারকা। এর মাধ্যমে লাতিন আমেরিকা অঞ্চলের প্রতিযোগিতামূলক ম্যাচসমূহ অর্থাৎ কোপা আমেরিকা ও বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার তালিকায় শীর্ষে উঠেছেন মেসি।
৩৯টি গোল নিয়ে এই রেকর্ডটি এতদিন একাই দখলে রেখেছিলেন দুইবারের বিশ্বকাপজয়ী রোনালদো। তবে এখন থেকে তার পাশে উচ্চারিত হবে মেসির নামও। জাতীয় দলের হয়ে সবমিলিয়ে ৭১টি গোল করেছেন আর্জেন্টাইন তারকা।
শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে মেসির একমাত্র গোলেই জয় পায় স্বাগতিকরা। খবর : ডেইলিবাংলাদেশ’র।
খেলা