রেমালের প্রভাবে ডুবলো চট্টগ্রাম নগরের নিচু এলাকা

দেয়াল ধসে বায়েজিদে রিকশাচালকের মৃত্যু

সকালে নগরীর মুরাদপুর এলাকা। ছবি: সুপ্রভাত

সুপ্রভাত ডেস্ক »

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও ভারী বর্ষণ হয়েছে। এতে চট্টগ্রাম নগরের অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ পড়ে নগরবাসী।

সোমবার (২৭ মে) সকালে সরেজমিনে দেখা গেছে, প্রায় সব রাস্তাঘাট পানিতে ডুবে আছে। সড়কের কোথাও কোথাও কোমর পানি হয়ে গেছে। ফলে রাস্তাঘাটে যানবাহনও চলেছে কম। এতে নাগরিক জীবনে নেমে আসে চরম ভোগান্তি।

রোববার (২৬ মে) দিবাগত রাত থেকে শুরু হয় দমকা হাওয়াসহ বৃষ্টি। অতি বৃষ্টিতে তলিয়ে যায় নগরের নিচু এলাকা।

নগরের কাপাসগোলা, বহদ্দারহাট, বাদুরতলা, চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, ওয়াসার মোড়, তিন পোলের মাথা, মেহেদীবাগ সিডিএ কলোনি এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। নগরের উপকূলীয় এলাকা পতেঙ্গার আকমল আলী রোড সংলগ্ন জেলেপাড়াও তলিয়ে গেছে জোয়ারের পানিতে।

সোমবার (২৭ মে) জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়।

বৃষ্টিতে দেয়াল ধসে চট্টগ্রাম নগরীতে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ৮টায় বায়েজিদ থানার টেক্সটাইল গেট আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।