ডেস্ক রিপোর্ট »
বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডংয়ের পাদদেশে দার্জিলিং পাড়ায় জিপ খাদে পড়ে দুই নারী পর্যটক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১১ জন নারী পর্যটক। শনিবার সকাল এগারটার দিকে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুই নারী পর্যটক হলেন ফিরোজা বেগম (৫৩) ও জয়নব খাতুন (২৪)।
আহতরা হলেন ঢাকার বাসিন্দা রাফান (১২), কুমিল্লার বাসিন্দা উষসী নাগ (১৫) ও ডা. জবা রায় (৪৫), কুষ্টিয়ার বাসিন্দা মাহফুজা ইসলাম রুমা (৪৫) ও আমেনা বেগম (৬০), তাহমিনা তানজীম তালুকদার (১৯), তাননিম (২১), রিজভী (৩৪), আঞ্জুমান হক (৩৫), ইতু (১৬) ও স্বর্ণা (২৩)।
ঢাকা থেকে আসা ৫৭ জনের এই নারী পর্যটক দল ‘নারীর চোখে বিশ্ব দেখা’ সংগঠনের সদস্য বলে জানা গেছে।
গতকাল শুক্রবার ৫৭ জনের একটি নারী পর্যটক দল রুমা কেওক্রাডং পাহাড়ে বেড়াতে যায়। সেখানে রাত যাপন করে শনিবার সকালে বগালেক ও রুমা সদরে ফিরছিলেন তারা। ফেরার পথে ১৩ জনকে বহনকারী একটি জিপ গাড়ি দার্জিলিং পাড়ায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।