সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
অনেকেরই মত মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া বহুদূরে, রিয়াদের আর জাতীয় দলে ফেরাই হবে কঠিন। কেউ কেউ এ মিডল অর্ডার কাম অফস্পিনারের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটিয়ে ফেলেছেন। কারও ধারণা রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি ঘটে গেছে। তার পক্ষে আর জাতীয় দলে ফেরা সম্ভব নয়। আসলে কি তাই? নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট কি এমন কথা বলেছে? বিসিবির অন্যতম পরিচালক, বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটি চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন কিছুতেই মানতে নারাজ যে রিয়াদের ক্যারিয়ার শেষ।
বাংলাদেশের ক্রিকেটের খুটিনাটি খোঁজখবর যারা রাখেন, তারা জানেন রিয়াদের গুরু ও মেন্টর হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। সেই বয়সভিত্তিক পর্যায় থেকেই খালেদ মাহমুদ সুজনের হাতে বেড়ে উঠে জাতীয় দলে জায়গা পেয়েছেন রিয়াদ। কাজেই যে কোনো কোচের চেয়ে রিয়াদকে অনেক ভালো ও বেশি চেনেন সুজন। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক মনে করেন না, রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে।
গতকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বিসিবি আয়োজিত অনুষ্ঠানে এসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপের এক পর্যায়ে রিয়াদ প্রসঙ্গে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘আমি এটা এখনই বলবো না যে ওর (রিয়াদ) শেষটা দেখে ফেলেছি।’
রিয়াদকে এখনো একজন লড়াকু ক্রিকেটার আখ্যা দিয়ে এ নামি ও সফল কোচ এই ক্রিকেটারকে ভেঙে না পড়ার পরামর্শ দিলেন। বলেন, ‘স্টিল রিয়াদ একজন গুড ফাইটার। আমি মনে করি টিম কম্বিনেশন বা যে কারণেই বাদ পড়ুক না কেন, তাতে ভেঙে পড়ার কিছু নেই। এটা সত্যি কথা রিয়াদের বয়সও হচ্ছে। আমি এখনো বিশ্বাস করি রিয়াদ যেভাবে ফাইট করে চেষ্টা করে, তাতে শেষ হয়ে গেছে বলাটা ঠিক হবে না। সুযোগ আবার আসতেও পারে।’
‘রিয়াদ এখনো বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। সুতরাং আমার মনে হয় রিয়াদ এখনো সেই স্পোর্টসম্যান স্পিরিটটাই রাখবে। নিজের সাথে লড়াই করবে এবং নিজের সাথে লড়াই করাটাই সবচেয়ে বড় লড়াই হবে। আমার মনে হয় ইটস টু আর্লি টু সে রিয়াদ শেষ হয়ে গেছে। ওয়ান্স ইউ আর এ ক্রিকেটার, ইউ আর এ ক্রিকেটার। রিয়াদ যতক্ষণ না পর্যন্ত বলছে ও শেষ করছে, ততক্ষণ পর্যন্ত পাইপলাইনে সে অবশ্যই থাকবে। রিয়াদ বাংলাদেশে খেলার মতো যোগ্যতা অবশ্যই রাখে।’ খবর জাগোনিউজ’র