সুতপা ও আমি
কোথাকার কী একটা ছোট্ট সুচ
কী এত দেমাগ
সুতপার কোল থেকে পড়ে
চোট লেগে আঙুলের খোঁজে
কত দূরে চলে গেল…
সুতপার বুক সেলাই চলছে
উদ্বিগ্ন বৃক্ষের ঢাল কাঁদে ফুলে – ফলে
পাড়াপ্রতিবেশি কেউ কেউ জানে
অনেকে জানে না
সুতপা কেবল জানে, রাষ্ট্রের অসুখ
পথ্য নেই, মায়া নেই, ছায়া নেই
কিছু বেয়াড়া মানুষ নগ্ন করছে সদলবলে
আমি ও জীবনানন্দ হারাধনের দুই ছেলে
আজ অসহায় সব এলেবেলে।
ওরা হার্মাদ
রৌদ্র যদিবা ঝিলকে ওঠে
আর ছায়া টলটলে
তোমার মুখের আলো হব
শিরিষ গাছের তলে।
আকাশ সমান উঁচু তুমি
কোন সজিনার ডাঁট
পেড়ে তোমায় করবো লাল
তুমি উঠোন – তুমি-ই ঘাট।
বনপথে আজ দস্যুদল
ওরা যে হার্মাদ
হাড়গোড় সব চিবিয়ে দেব
থাকুক শিরিষ, নির্বিবাদ।
যারা, তোমরা করছ খেলা
নিয়ে আমাদের ফুসফুস
এক কদমে শুইয়ে দেব
হাত ক‘রে আজ উসখুস।
এই শহরে আমরা থাকি
এ-ই শহরেই বাস
পাখ- পাখালির কুঞ্জবনে
আমরা শিরিষ-ঘাস।
কালের ডুবুরি
যদি ডোবাও তুমি
চুপ করে ডুবিব
খেয়ালে রচিব মন্দির
ভাসিব মেঘ মল্লারে
আকণ্ঠ ডুবিয়া মরিব
আমি তো কম ডুবি নাই
মৃত এক কালের ডুবুরি
তোমা হতে বহু দূরে গিয়ে মরি।
ভাত লাল ফুল
ভাত লাল ফুল
শেষ লাল ফুল মুখে পুরে
মন যাবে দূর কাশবনে
ও ফুল বিলাপ কেন এত দূরে।
তুমি জানতে না একটুও
টেবিলে সাজানা ভাত
মানে, বিচ্ছেদী ভাটার টান
অন্ধ বসন্তের হয় না প্রভাত।
যে চাষি জানে না এখনও
ভাত অর্থ চূড়ান্ত বিদায়
জেনে – আসবে কি ফের চাষে
লাঙ্গল জোয়াল কার হাতে নেবে ঠাঁই।
ক্ষুধার লাঘবে ভাত একমুঠো ঘুম
ঠোঁটে ছুঁলে শীষে আসে বিষ
আহা! এ কোন দেশের বীজ!
যায় না কালিমা মোছা অহর্নিশ।
আমাদের ভাতফুল খুব লাল
ছড়িয়েছে বেদনায় দেশকাল।
শীত যাপনের শিল্প
এই শীতে কবিতাসঙ্গমে যাবো
ভেবেছি তো একমগ ঠান্ডা বাসক পাতার রস
সঙ্গে একটা কাঠবেড়ালী নেব
অনেক দূরের মহাচেতনার ঘোর থেকে
উত্তরে কুয়াশা গায়ে জড়িয়ে কালের ডুবুরি –
যে রূপোর আধুলি
কাউকে কিচ্ছুটি না বলে ছেড়েছে বাড়ি
তাকে নেব,
আমার নেবার মতো আর কিছু নেই।
এক ঝিলম ত্রিবেদী, ষোলআনা খড়কুটো নিয়ে
হাভেলি বানাচ্ছে, কিছু না বলে দখলে নিচ্ছে সব,
শব্দবাজিকর এক
সেখানে কবিতাচুমু হবে,
সঙ্গমের মহোৎসবে ফেটে যাক ছাদ
বৃষ্টি আসবার আগে ছাতাটা হারিয়ে যাবে, যাক
মেঘের অস্ফুট রক্তজবা ঠোঁটে
যদি না ফোটে মালহার –
হার মানবো না।
প্রকাশিত গ্রন্থ
১) উজানী নগরের কন্যারা (১৯ ৯৭)
২) কাঠ চেরাইয়ের শব্দ মাপছি দুপুরে (২০০৪)
৩) গগনহরকরা ডাকে (২০০৬)
৪) নীরবপুর (২০১০)
৫) দুপুরলতা (২০১৭)
৬) মুদ্রিত কামনা থেকে, সনেটগুচ্ছ (২০২০)
৭) হাইকু চাঁদের ফ্রক (২০২১)
৮) এই হাত হাজারদুয়ারি (২০২৩)
৯) মীরখানার ফকিরি (২০২৩)
প্রকাশিতব্য গ্রন্থ
১) গল্পগ্রন্থ
২) উপন্যাস
৩) কবিতা বিষয়ক প্রবন্ধ গ্রন্থ