আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির প্রতিবাদ সভায় বক্তারা
জাতীয়তাবাদী যুবদল নগর শাখার সংগ্রামী ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দীন মুকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান রুবেল, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম আনসারী, পাঁচলাইশ থানা যুবদলের সদস্য মহিউদ্দীন রুবেল, শাহাদাত হোসেন, রিপনসহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমিন শিল্পাঞ্চল ৪৩নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বিকাল ৫টায় সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আমিন শিল্পাঞ্চল ৪৩নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট এফএ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী কামরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুছা। প্রধান বক্তার বক্তব্য রাখেন নগর ছাত্রদলের সহ-সভাপতি ও নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর যুবদলের যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, রাজন খান। এতে আরো বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা বিএনপির সহ-সভাপতি আবুল বশর, আমিন শিল্পাঞ্চল ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল মান্নান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মনির হোসেন খসরু, যুগ্ম সম্পাদক হাসান সওদাগর, সহ-সাধারণ সম্পাদক মো. আলী, জয়নাল, সাংগঠনিক সম্পাদক নুর আলম, নগর স্বেচ্ছাসেবক দলনেতা আব্দুল মান্নান, আমিন শিল্পাঞ্চল ৪৩নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক কালাম, স্বেচ্ছাসেবক সম্পাদক নুরু ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর, নগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য রবিউল, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিল্লাত হোসেন, আমিন শিল্পাঞ্চল ৪৩নম্বর সাংগঠনিক ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম উজ্জ্বল, মো. বেলাল হোসেন হামজা, মো. হানিফ রানা, ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু মুছা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সরকারের রোষানলের শিকার হয়ে মামলা, হামলায় জর্জড়িত হয়ে পুড়ে খাঁটি সোনা হয়েছে। তাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে মামলা, হামলা দিয়ে ও কারাগারে রেখে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। বিজ্ঞপ্তি
তিনি অবিলম্বে গ্রেফতারকৃত সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।