চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, কেন্দ্রীয় যুবদল নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য শামসুল হকের অকাল মৃত্যু ছিল আমাদের জন্য ভীষণ কষ্টের। বিএনপির রাজনীতিতে তিনি ছিলেন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা।
তিনি ১১ সেপ্টেম্বর বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য শামসুল হকের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপির শোক সভায় এসব কথা বলেন।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, শামসুল হক চট্টগ্রামে যুবদলকে সুসংগঠিত করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এম এ আজিজ, মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য মুফিজুল হক ভূঁইয়া, এস এম আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহীন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবুল হাসেম, গাজী মো. সিরাজ উল্লাহ, মহানগর মহিলাদলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, হাজী মো. সালাউদ্দিন, মো. সেকান্দর, আবদুল্লা আল হারুন, থানা সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, হাজী বাদশা মিয়া, মনির আহমদ চৌধুরী, আবদুল কাদের জসিম, বিএনপি নেতা ইয়াকুব চৌধুরী, মহসিন, শওকত আলী বাবুল, নাজিমুল হক নাজু, মরহুম শামসুল হকের ছোট ভাই এনামুল হক রাজু, বড় ছেলে আবু সুলতান সানি, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, এস এম মফিজ উল্লাহ, দিদারুল রহমান লাভু, কাজী শামসুল আলম, হুমায়ুন কবির সোহেল, ফারুক আহমদ, খাজা আলাউদ্দিন, এস এম ফরিদুল আলম, এম এ মুছা বাবলু, ওয়ার্ড সাধারণ সম্পাদক হাসান ওসমান চৌধুরী, মনজুর কাদের, হাজী মো. জাহেদ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমজাদ হোসেন, সাবের আহম্মদ টারজান, মো. আলমগীর, মো. শাহজান, তৈয়ব আলী, এম আর খান ফারুক, আরাফাত নুর হিমেল প্রমুখ। বিজ্ঞপ্তি