রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ারে খুলনা

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

একঝাক তারকা এনেও শোচনীয়ভাবেই বিদায় নিতে হয়েছে রংপুর রাইডার্সকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল এলিমিনেটরের ম্যাচে রংপুর রাইডার্সকে হেসেখেলে ৯ উইকেটে বিধ্বস্ত করে মিরাজের খুলনা টাইগার্স। প্রথমে ব্যাট করতে নামা রংপুর গুঁটিয়ে গিয়েছিল মাত্র ৮৫ রানে। জবাবে ৫৮ বল হাতে রেখে ৯ উইকেটের দারুণ এক জয় তুলে নেয় খুলনা। এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল খুলনা টাইগার্স।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ে নেমে শুরুটা জঘন্য হয়েছে রংপুরের। রান তোলার আগেই বিদায় নিয়েছেন ওপেনার সৌম্য সরকার। কোনো বল খেলার আগে রান করার আগেই রান আউট হন সৌম্য। সোমবার সকালেই বাংলাদেশে পা রাখা জেমস ভিন্সও নেমেছিলেন ওপেনিংয়ে। ৭ বলে ১ রান করে বিদায় নিয়েছেন ভিন্স। শুরুর ধাক্কার পর আর ঘুরে দাঁড়াতেই পারছিল না রংপুর। সাইফ হাসান এবং শেখ মেহেদী হাসান ফিরেছেন দ্রুত। পাওয়ারপ্লের মধ্যে আরও এক উইকেট হারিয়েছে রংপুর। আউট হয়ে সাজঘরে ফিরে যান মোহাম্মদ সাইফউদ্দিন। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৯ রান তোলে রংপুর রাইডার্স। পাওয়ারপ্লে শেষেও চলেছে রংপুরের ব্যাটিং দুর্দশা। এক প্রান্তে টিকে ছিলেন নুরুল হাসান সোহান। তবে বাকিরা তাকে সঙ্গ দিতে পারছিলেন না। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে টিকতে পারেননি আন্দ্রে রাসেল এবং টিম ডেভিডের মত তারকারাও। ডেভিড করেছেন ৯ বলে ৭ রান। রাসেল ৯ বলে ৪ রান করেন। একাকী লড়াই চালিয়ে যেতে থাকা সোহান খেলেছেন ২৫ বলে ২৩ রানের ইনিংস। শেষ দিকে লড়াই চালিয়েছেন আকিফ জাভেদ। ১৮ বলে ৩২ রানের ঝলমলে ইনিংস খেলে দলের রানটাকে ৮৫ পর্যন্ত টেনে নেন আকিফ। ৮৫ রানের মাথায় শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন তিনি। খুলনার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। ১টি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ, মোহাম্মদ নওয়াজ এবং মুশফিক হাসান। জবাব দিতে খুলনা টাইগার্সের হয়ে ওপেনিংয়ে নামেন নাঈম শেখ এবং মেহেদী হাসান মিরাজ। প্রথম ওভারেই ওপেনার মিরাজের উইকেট হারিয়েছে খুলনা। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন মিরাজ। খুলনার অধিনায়ককে ফেরান আকিফ জাভেদ। মিরাজকে হারালেও দমে যায়নি খুলনা। দলকে দমে যেতে দেননি ফর্মে থাকা নাঈম শেখ। ঝড়ো ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাঈম। রংপুরের বোলারদের কোনো পাত্তাই দিচ্ছিলেন না তিনি। আগ্রাসী ব্যাটিংয়ে হাঁকিয়েছেন একের পর এক চার-ছক্কা। তিনে নেমে নাঈমকে যোগ্য সঙ্গ দিয়েছেন অ্যালেক্স রস। দু’জনের সাবলীল ব্যাটিংয়ে চড়ে এগিয়েছে খুলনার ইনিংস। বুদ্ধিদীপ্ত এবং কার্যকরী ব্যাটিংয়ে এগিয়েছেন নাঈম-রস। তেমন একটা বিপদে পড়তে হয়নি খুলনাকে। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে খুলনা টাইগার্স। পাওয়ারপ্লে শেষেও রানের চাকা সচল রাখেন নাঈম এবং রস। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান দুজন। শেষমেশ ৫৮ বল এবং ৯ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। ৩৩ বলে ৪৮ রান করে টিকে ছিলেন নাঈম। অন্যদিকে রস অপরাজিত ছিলেন ২৭ বলে ২৯ রানের ইনিংস খেলে। একমাত্র উইকেট শিকার করেছেন আকিফ জাভেদ।