যে দৃশ্যে অভিনয় করতে গিয়ে কেঁদে ফেলেন তৃপ্তি

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

অ্যানিমেল সিনেমায় অভিনয় করেই ‘সাহসী’ তকমা পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। এই ছবিকে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলা যেতেই পারে। অ্যানিমেলের জন্য একদিকে যেমন প্রশংসিত হয়েছেন, তেমন সমালোচিতও হয়েছেন তৃপ্তি। কারণ সিনেমায় রণবীরের সঙ্গে শয্যাদৃশ্য পুরো খোলামেলা শুট করেছেন তিনি।
তবে জানেন কী, তৃপ্তির জন্য কঠিন ছিল না শয্যদৃশ্য। কঠিন ছিল এমন একটি দৃশ্য, যেটা করতে গিয়ে নাকি কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। সদ্য এক সাক্ষাৎকারেই সেই কথা তুলে ধরেন। ‘অ্যানিমাল’-এর শ্যুটিং চলাকালীন আরও অন্য একটি ছবির শ্যুটিং করেছিলেন তৃপ্তি। সেই সময়ে দুটি ছবির পাশাপাশি শ্যুটিং চালাতে গিয়ে খুব চাপ পড়ে যাচ্ছিল অভিনেত্রীর ওপর। এরপরে ‘অ্যানিমাল’ সিনেমার একটি মনোলগের শুটিং ছিল। অনেক লম্বা সংলাপ। সেই সংলাপ কিছুতেই নাকি মনে রাখতে পারছিলেন না তৃপ্তি। বারবার সংলাপ ভুলে যাচ্ছিলেন আর দৃশ্য কেটে দিতে হচ্ছিল। তৃপ্তি বুঝতে পারছিলেন যে, তিনি সময় নষ্ট করে ফেলছেন। কিন্তু তিনি কিছুতেই সংলাপ মনে রাখতে পারছিলেন না।
তৃপ্তির কথায়, ‘আমার চোখ ফেটে জল আসছিল। প্রচন্ড চাপ ছিল। একইসঙ্গে দুটি ছবির শুটিং চলছিল। রাতে ঘুম হচ্ছিল না। একটা সময়ের পরে কিচ্ছু পারছিলাম না। সেই সময়ে আমার সাহায্যের জন্য এগিয়ে আসে খোদ রণবীর।’
তৃপ্তি জানান, রণবীর তার সমস্যার কথা বুঝতে পারেন। তিনি নিজেই এগিয়ে আসেন। তৃপ্তিকে প্রশ্ন করেন কী কী সমস্যা হচ্ছে। তিনি রণবীরকে বুঝতে দেননি যে তিনি সময় নষ্ট করছেন। কেবল রণবীর নয়, সেই সময়ে সাহায্য করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গাও।
তৃপ্তির সুবিধামতো তাকে সময় দিয়েই দৃশ্যটির শুটিং হয়। তৃপ্তি পরে বলেছিলেন, সহ অভিনেতা হিসেবে রণবীর নাকি ভীষণ ভরসাযোগ্য। তিনি তার সহ অভিনেতার সুবিধা অসুবিধা সবই বুঝতে পারেন। আর সে কারণেই সহ অভিনেতা হিসেবে রণবীরের ওপর ভরসা করা যায়।