সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
লিওনেল মেসি, অঁতোয়ান গ্রিজমান ‘দুজনই রোনাল্ড কুমানের কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যতের প্রশ্নে সংশয়ে বার্সেলোনা কোচ। এ ব্যাপারে সিদ্ধান্তের ভার তিনি ছেড়ে দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষের ওপর। বড় স্বপ্ন নিয়ে ২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গ্রিজমান। তখন বলেছিলেন, মেসির সঙ্গে খেলা হবে তার জন্য সৌভাগ্যের। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেসি-গ্রিজমান জুটির ভবিষ্যৎ পড়ে গেছে অনিশ্চয়তায়। প্রতিটি ক্লাবের জন্য লা লিগার বেঁধে দেওয়া একটা বেতনের সীমা আছে। সেটা অতিক্রম করায় লা লিগা বার্সেলোনাকে নতুন খেলোয়াড় নিবন্ধন করানো থেকে বিরত রেখেছে। তাই নতুন খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করতে এবং মেসির সঙ্গে নতুন চুক্তি করার আগে ক্লাবটিকে ভাবতে হচ্ছে খরচ কমানোর দিকটিও। গুঞ্জন রয়েছে ফরোয়ার্ড গ্রিজমানকে বিক্রি করে ঘাটতি পুষিয়ে নিতে চায় কাতালান ক্লাবটি। ৩০ বছর বয়সী গ্রিজমানের কাম্প নউয়ে থাকা নিয়ে তাই নিশ্চিত করে কিছু বলতে চান না কুমান। তবে যেকোনো মূল্যেই হোক, ডাচ কোচের চাওয়া মেসি যেন ক্লাবেই থাকেন। ’আমি স্কোয়াডের সব খেলোয়াড়দের ওপর ভরসা রাখব। ক্লাবে যদি কেউ যোগ দেয় কিংবা ছেড়ে যায়, আমাকে সেটা মেনে নিতে হবে। এই সিদ্ধান্তগুলো নিতে হবে ক্লাবকেই। এখনও অনেক সময় বাকি আছে, দেখা যাক কে থাকে এবং কে চলে যায়। কিন্তু এটা পরিস্কার, সব থেকে বেশি অগ্রাধিকার পাবে মেসির নতুন চুক্তি।’
’গ্রিজমান আমার জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে বার্সেলোনার অন্যতম সেরা সাইনিং এবং নিজের যোগ্যতা দেখিয়েছে। খবর বিডিনিউজের