সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ। এমন ম্যাচে স্বাভাবিকভাবেই লিওনেল মেসির উপস্থিতি বড় ব্যবধান গড়ে দেবে। চোটগ্রস্ত হওয়ায় তার খেলা নিয়ে শুরুতে সংশয় থাকলেও অবশেষে সুসংবাদ দিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। শনিবার ভোর ৫ টায় হতে যাওয়া ম্যাচের জন্য মেসি প্রস্তুত।
যদিও মেসির চোটগ্রস্ত হওয়া আর আর্জেন্টিনায় খেলতে আসা নিয়ে বিতর্ক কম হয়নি। হাঁটুর ইনজুরিতে পিএসজির শেষ দুই ম্যাচ খেলতে পারেননি। কিন্তু চোট নিয়ে জাতীয় দলে খেলতে আসায় পিএসজি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো কম কথা শোনাননি। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্ক্যালোনি যা বলেছেন, তাতে বোধহয় লিওনার্দোর আর কোন প্রশ্ন তোলা উচিত নয়, ‘আমরা বিশ্বাস করি লিও ভালো আছে। লিও খেলতে চায়, আমারও তাকে খেলাতে চাই।’
মেসিকে খেলানো নিয়ে লিওনার্দোর কড়া মন্তব্যেরও জবাব দেন আর্জেন্টিনা কোচ, ‘আমাদের সঙ্গে লিওনার্দোর ভালো বোঝাপড়া আছে। অবশ্যই তার এমন মন্তব্যের কারণ আমরা বুঝতে পারি। তবে এটা নিয়েও সন্দেহ থাকা উচিত নয় যে আমরা মেসিকে নিয়মের মধ্যে থেকেই দলে নিয়েছি।’
অবশ্য আলবিসেলেস্তেদের কাছে এই ম্যাচের গুরুত্বটাও কম নয়। লাতিন অঞ্চল থেকে ব্রাজিল বিশ্বকাপের টিকিট কাটলেও অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। উরুগুয়ে ম্যাচের পর ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে পারলে তারাও নিশ্চিত করবে বিশ্বকাপ। সেই লক্ষ্যে মেসি অনুশীলনেও অংশ নিয়েছেন। এখন মাঠে তার ঝলক দেখানোর পালা।