সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »
ক্রিজে এসে থিতু হতে অনেকটা সময় নিয়েছিলেন মুশফিকুর রহিম। লিটন দাসের সঙ্গে শতরানের জুটিতেও ছিলেন প্রান্ত ধরে রেখে খেলার চিন্তায়।
চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুতে দারুণ প্রতিরোধ গড়েছিলেন মুশফিক-লিটন। দুর্ভাগ্য লিটনের বিদায়ে ভাঙে ১১৪ রানের জুটি। তার পরও নিয়ন্ত্রণ হারাতে দেননি মুশফিক। লাঞ্চ বিরতির আগে তুলে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে তার প্রথম সেঞ্চুরি। ঠিক ২০০ বলে টেস্ট ক্যারিয়ারের একাদশ সেঞ্চুরি স্পর্শ করেন মুশফিক। ক্যারিয়ারে অবশ্য ১১তম। তবে বিদেশে বেশি সেঞ্চুরি হাঁকানোর তালিকাতে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন তিনি। বিদেশের মাটিতে মুশফিকের এটি পঞ্চম শতক। তাতে বাংলাদেশের ব্যাটারদের দাপট অব্যাহত থাকলো। প্রথম সেশনে লিটনের উইকেট নিতে পারলেও সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি পাকিস্তান। বরং সপ্তম উইকেটে ৫৭ রানের জুটিতে পাকিস্তানের সঙ্গে ব্যবধান কমানোর পথে এগিয়ে যাচ্ছে সফরকারী দল। বাংলাদেশ প্রথম সেশনে ২৫ ওভারে ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৩ রান।
প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৮৯। তারা পিছিয়ে আর ৫৯ রানে। ২০০ বলে সেঞ্চুরি পাওয়া মুশফিক অপরাজিত ১০১ রানে। ৪৪ বল খেলা মিরাজ অপরাজিত ১৭ রানে।