মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের স্মরণসভা
মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বাতিঘর ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম কফিল উদ্দিন। মুক্তিযুদ্ধের পক্ষের ঐক্যকে আরো দৃঢ় করতে আজ তাঁর শূন্যতা অনুভব করছি।
নগরীর দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি এ সভার আয়োজন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, নীতি আদর্শের প্রশ্নে কফিল উদ্দিন ছিলেন আপোষহীন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও চট্টগ্রামের উন্নয়নে আমৃত্যু কাজ করে গেছেন তিনি। একজন নির্লোভ রাজনৈতিক ও সমাজকর্মী হিসেবেও তিনি ছিলেন সুপরিচিত।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক এম কফিল উদ্দিনের সন্তান সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস।
প্রধান বক্তা ছিলেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ফরিদ মাহমুদ। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রী কার্যনির্বাহী কমিটির উপ পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী পাপ্পু।
প্রধান বক্তা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বলেন, চট্টগ্রামের উন্নয়ন ও মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির প্রয়োজনে এম কফিল উদ্দিন আমাদের চেতনার সৈকতে ভোরের নোঙর।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবু বক্কর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, সদস্য আবু সাঈদ মাহমুদ রনি, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, হাসান মোহাম্মদ আবু হান্নান, মেজবাহ উদ্দিন আজাদ, সৈকত চক্রবর্তী, সৈয়দ মাঈনুল আলম সৌরভ, এস এম ইশতিয়াক আহমেদ রুমি, জয়নুদ্দিন জয়, জুনায়েদ আহমেদ, সাইকা দোস্ত, সৈয়দ জাফর হোসেন, সাইফুল্লাহ মাহমুদ, মিস লিমা, জামাল আহমেদ, হিল্লোল দাশ সুমন, ইসমাইল রুবেল, পপি আক্তার প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের অধীন সকল থানার কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা স্মরণসভায় উপস্থিত ছিলেন। মাহফিল পরিচালনা করেন দারুল ফজল মার্কেট জামে মসজিদের খতিব ফজল আহমদ। বিজ্ঞপ্তি