নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে প্রথম ধাপে করোনা ভ্যাকসিন পাবে ১২ হাজার মানুষ। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ১২ হাজার ভ্যাকসিন এসে পৌঁছেছে। এসময় ভ্যাকসিনগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।
ভ্যাকসিন গ্রহণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান হাবীব, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা মুক্তার হোসেন, ইপিআই কর্মকর্তা কবির হোসেন, বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম বাপ্পী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, শুক্রবার দুপুরে ২ হাজার ৩৯০ ভায়াল ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছে। প্রতি ভায়ালে ১০ জনকে ভ্যাকসিন দেয়া যাবে।