নিজস্ব প্রতিনিধি, মিরসরাই :
মিরসরাইয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ গ্রামের ধনকাজী মাঝি বাড়ির আবুল কাশেমের ঘরে এ ঘটনা ঘটে। ডাকাতরা আবুল কাশেমের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল সেট ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাত দল আবুল কাশেমের ছেলে আবুল খায়েরকে বেধম পিটিয়ে আহত করে। মো. আবুল কাশেম জানান, মঙ্গলবার রাত আনুমানিক দেড়টায় ঘরের গ্রিল কেটে ১০/১৫ জন ডাকাত আমার ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে। এরপর অস্ত্র ঠেকিয়ে আলমিরার চাবি নিয়ে খুলে দিতে বলে। আলমিরায় গচ্ছিত রাখা ২০ ভরি স্বর্ণ, নগদ ৯৫ হাজার টাকা, ৭টি মোবাইল সেট সহ বিভিন্ন মূল্যবান লুট করে নিয়ে যায়। তারা আমার ছেলে আবুল খায়েরকে পিটিয়ে মারাত্মক আহত করে। প্রায় ৩ ঘণ্টা ডাকাতদল ঘরের মধ্যে অবস্থান করেন। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান পিপিএম বলেন, ডাকাতি না চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছেন।























































