সুপ্রভাত ডেস্ক »
চট্টগ্রামের মীরসরাইয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাল (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) ঈদের দিন বিকেলে উপজেলার চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানির পর মঙ্গলবার (১ এপ্রিল) ভিকটিম শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
শিশুটির স্বজনদের অভিযোগ, সোমবার ঈদের দিন বিকেলে বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এ সময় দুলাল প্রকাশ দুলাল ড্রাইভার তাকে টিভি দেখানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে। রাতে শিশুটি তার মাকে সবকিছু জানানোর পর মঙ্গলবার সকালে স্বজনরা থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে পাঠায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, এ ঘটনায় অভিযুক্ত দুলালকে মুহুরী প্রজেক্ট এলাকা থেকে আটক করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।



















































