গ্রেফতার ১
নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী :
বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের টেকপাড়ায় জায়গার বিরোধে প্রতিপক্ষরা কিরিচ দিয়ে কোপালেন প্রতিবেশি এক পরিবারের মা ও ছেলেকে। এ ঘটনায় মোস্তাফা খাতুন (৬৫) ও তার ছেলে আমান উল্লাহ (৪২) আহত হয়েছেন।
কিরিচের কোপে মাথায় গুরুতর আহত আমান উল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার দুপুরে এ ঘটনা সংঘটিত হলে মোস্তাফার বড় ছেলে মো. শহীদুল্লাহ বাদি হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গতকাল সোমবার অভিযান চালিয়ে পুলিশ মামলার প্রধান আসামি মো. হাছানকে গ্রেফতার করেছে।
মামলার বাদি মো. শহীদুল্লাহ বলেন, ‘বসতভিটার বিরোধ নিয়ে প্রতিপক্ষ মো. হাছান, মো. ফোরকান, মো. নেছার, আহমদ ছগির, মো. মোস্তফা আলী গত শনিবার দুপুরে অতর্কিত কিরিচ নিয়ে আমার মা ও ছোট ভাই আমান উল্লাহ’র ওপর হামলা চালায়। পরিকল্পিত এ হামলায় হত্যার উদ্দেশ্যে আমার মা ও ভাইকে কিরিচ দিয়ে কুপিয়েছে। ভাইয়ের মাথায় কিরিচের গুরুতর কোপের কারণে এখন মৃত্যুর মুখোমুখি। আমি মামলা করার পর ১ নম্বর আসামি গ্রেফতার হলেও অন্য আসামিরা নানাভাবে হুমকি দিচ্ছে।’
মামলার তদন্ত কর্মকর্তা এস আই লিটন চাকমা বলেন, ‘প্রধান আসামিকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে।’