বিশ্বমানবতার মুক্তির দূত রাসুলে করিম (দ.) এ ধরাধামে শুভাগমনের মাস পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গতকাল চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে আসর নামাজ আদায়ের পর হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা এ র্যালিতে অংশগ্রহণ করেন।
এদিন বিকেল ৩টা থেকে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে গাউসিয়া কমিটির সর্বস্তরের কর্মীরা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সমবেত হতে থাকেন। আসরের নামাজের পর এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, চাঁদ-চার তারকার ত্রিকোণাকার সবুজ পতাকা, বিভিন্ন আহ্বান সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ইয়া নবী সালাম আলাইকা, মোস্তফা জানে রহমত পে লাখো সালাম ইত্যাদি হামদ-না’তে রাসুল (দ.), নারায়ে তকবির- আল্লাহু আকবর, নারায়ে রিসালাত- ইয়া রাসুলাল্লাহ (দ.)সহ নানা স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়।
স্বাগত র্যালিপূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারি রহমাতুল্লিল আলামিন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা’র এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র মাহে রবিউল আউয়াল। সৃষ্টির মূল রহস্য রাসুলে করিমের (দ.) এ পৃথিবীতে শুভাগমন বিশ্বমানবতার জন্য এক মহা নেয়ামত। আর এ নেয়ামত প্রাপ্তিতে পবিত্র কোরআনে করিমে শোকরিয়া আদায়ের মাধ্যমে সাফল্য অর্জনের নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্যে প্রিয় নবীর ৪০তম নূরানী আওলাদ, চলতি পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ আওলাদে রাসুল গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) ১৯৭৪ সনে পবিত্র জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) গোড়াপত্তন করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী সমাদৃত।
বক্তারা আনজুমান ট্রাস্ট’র উদ্যোগে আওলাদে রাসুলের নেতৃত্বে ৯ রবিউল আউয়াল রাজধানী ঢাকায় এবং ১২ রবিউল আউয়াল বন্দর নগরী চট্টগ্রামে ৫১তম জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহবান জানান।
বক্তারা আরো বলেন, সর্বকালের সর্বোত্তম আদর্শের মূর্তপ্রতীক আল্লাহর প্রিয় হাবিব (দ.) ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে আরবের মরুপ্রান্তরে সকল বাতুলতা-বর্বরতার বিরুদ্ধে শান্তি ও সাম্যেও যে ‘মদিনা রাষ্ট্র’ প্রতিষ্ঠা করেন, তা আজ পর্যন্ত বিশ্ববাসীর জন্যে কল্যাণ রাষ্ট্রের অনন্য মডেল।
বক্তারা বর্তমানে অন্যায়- অমানবিকতার বিরুদ্ধে সাম্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় প্রিয় রাসুল (দ.)’র প্রেমে উজ্জীবিত হয়ে জীবন গড়ার আহবান জানান।
চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় গতকাল বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্ত্বরে আয়োজিত মাহে রবিউল আউয়ালের স্বাগত র্যালিপূর্ব সমাবেশে বক্তারা উপরোক্ত আহবান জানান।
গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ তছকির আহমদ’র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত র্যালিপূর্ব সমাবেশে উদ্বোধক ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন, প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্ট’র সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারি ও জুলুছ সাব কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন, আর্গানাইজিং সেক্রেটারি আলহাজ মুহাম্মদ মাহবুবুল আলম, ফিন্যান্স সেক্রেটারি আলহাজ এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম মহাসচিব আলহাজ মাহবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ মাহবুবে এলাহী সিকদার, আলহাজ কমরুদ্দীন সবুর, আলহাজ আবদুল হাই মাসুম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা আবদুল আলিম রিজভী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চট্টগ্রাম মহানগর সভাপতি আল্লামা শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, আলহাজ খায়র মোহাম্মদ, আলহাজ মোহাম্মদ হাসান, আলহাজ আবদুল হামিদ সর্দার, আলহাজ মোহাম্মদ আবুল বশর, আলহাজ সাবের আহমদ, আলহাজ মোহাম্মদ সেকান্দর মিয়া, আলহাজ আইয়ুব দোভাষ, আলহাজ দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মুহাম্মদ মুনির উদ্দিন সোহেল, মুহাম্মদ সালামত উল্লাহ, হাবিবুর রহমান সর্দার, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, আলহাজ মোহাম্মদ হাশেম, খন্দকার ইরশাদুল আলম হীরা, মোহাম্মদ আলম আবদুল্লাহ, মোহাম্মদ সাহাব উদ্দীন, মাওলানা সালামত আলী, মাওলানা হারুনুর রশিদ, মুহাম্মদ মুসলিম উদ্দিন, মুহাম্মদ ফয়েজুর রহমান, মুহাম্মদ আনোয়ার হোসেন,আলহাজ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ জানে আলম জানু, মুহাম্মদ জোবায়েদ উদ্দিন টুটুল, রেজাউল হোসেন জসিম, মোহাম্মদ হামিদ প্রমুখ।
পরিশেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে বর্ণাঢ্য এ র্যালির সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি