সিএমপি’রট্রাফিক-পশ্চিম বিভাগের উদ্যোগে মাস্ক বিতরণ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সর্বত্র ‘নো মাস্ক, নো সার্ভিস’ বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-পশ্চিম বিভাগের পক্ষ থেকে সকল প্রকার গাড়ি চালক, গরীব, অসহায় ও সাধারণ পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নগরীর আগ্রাবাদ মোড়ে মাস্ক বিতরণ করেন ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) ছত্রধর ত্রিপুরা। সার্জেন্ট (প্রসিকিউশন) পুলক দেব ও আগ্রাবাদ মোড়ে দায়িত্বরত সার্জেন্টরা মাস্ক বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) ছত্রধর ত্রিপুরা জানান, করোনার ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সচেতন করতে সিএমপি কমিশনারের নির্দেশনায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাস্ক বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি