মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে না পারলে লকডাউন এ কোন সুফল আসবে না। করোনা মহামারীর ফলে দেশের অর্থনীতির আজ বেহাল দশা।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, দেশের মানুষ আজ চরম দুর্দশার মধ্যে দিনাপাত করছে। একদিকে করোনা মহামারীর প্রণঘাতী থাবা, অন্যদিকে জলজট। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা ও সেবাদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে চট্টগ্রামবাসীর দুর্দশা জলাবদ্ধতা নিরসন হচ্ছে না। এই সরকারের চরম ব্যর্থতার কারণে চট্টগ্রামবাসীকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তিনি ৩০ জুলাই,বাদে জুমা বাদশা মিয়া রোডস্থ নিজ বাসভবনে নিচে গরীব অসহায় দুস্থদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ কালে এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, বিএনপি নেতা মোহাম্মদ মুসা, বাবুল, রিয়াদ খান, জসিম প্রমুখ নেতৃবৃন্দ।
এর আগে দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা ডা. শাহাদাত হোসেনের পক্ষে ডবলমুরিং ২৭নং ওয়ার্ডে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা মো. জমির , মহানগর যুবদল নেতা জাহাঙ্গীর আলম মানিক, বিএনপি নেতা আব্দুর রহিম, হাসান রুবেল, মোরশেদ, শ্রমিক দল নেতা সাহাবুদ্দিন, বিএনপি নেতা রুবেল, সাইফুল, হেলাল, রাশেদ, দেলোয়ার, শাহাবুদ্দিন, আজমলসহ ইউনিট বিএনপির প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
মহানগর