সুপ্রভাত ডেস্ক :
নিজের ৫২তম জন্মদিনে নতুন ছবি ‘পৃথ্বীরাজ’-এর ঘোষণা দিয়েছিলেন অক্ষয় কুমার। যশরাজ ফিল্মস প্রযোজিত এই ছবিতে অক্ষয়কে পাওয়া যাবে সম্রাট পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায়। ‘পৃথ্বীরাজ’-এ বলিউডের এই অভিনেতার বিপরীতে রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করবেন বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। আর এই ছবিটির মধ্য দিয়েই বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন মানুষি।
নতুন তথ্য হলো- এবার যশরাজ ফিল্মের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মানুষি। কমেডি ধাঁচের এই ছবিটিতে বিশ্বসুন্দরীর বিপরীতে পাওয়া যাবে বলিউড অভিনেতা ভিকি কৌশলকে।
এ প্রসঙ্গে যশরাজ ফিল্মসের একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘নাম ঠিক না হওয়া ছবিটিতে ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন মানুষি-ভিকি। যে কোন সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা।’
২০১৭ সালে মাত্র ২১ বছর বয়সে ৬৭তম মিস ওয়ার্ল্ড হন মানুষি ছিল্লার। এখন তিনি সোনেপতের ভগত ফুল সিং গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ফর উইমেনে এমবিবিএস চতুর্থ বর্ষের ছাত্রী। খবর : বার্তা২৪’র।
বিনোদন



















































