এইচপিএফ’র লক্ষ্য মানবসেবা। খাদ্য, বস্ত্র, চিকিৎসা দিয়ে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল, বস্তিবাসীদের নিয়ত সেবা দিয়ে যাচ্ছে এইচপিএফ।
১ এপ্রিল দুপুরে খাদ্য বিতরণে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এইচপিএফ’র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন তরুণ প্রজন্ম বিশেষত ছাত্রদের এ ধরণের কাজে জড়িত থাকা সমাজ ও রাষ্ট্রের জন্য দৃষ্টান্ত।, এই বয়সে সেবার মানসিকতা সত্যিই প্রশংসনীয়।
এ সময় উপস্থিত ছিলেন বাবুল কান্তি দাশ, আসিফ ইকবাল, আবদ্লু মোনাফ, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আরশাফ উদ দৌলা সুজন, এইচপিএফ’র প্রতিষ্ঠাতা হৃদয় দে, সাধারণ সম্পাদক রিক্ত দত্ত, জয় দাশ, রাজু দে প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর