মাদক মামলায় ২ আসামির সাত বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক »

কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে ইয়াবা উদ্ধারের ঘটনার মামলায় দুইজনের ৭ বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল রোববার দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘কর্ণফুলী থানার মাদক মামলায় কক্সবাজার টেকনাফ থানার হ্নীলা পানখালী এলাকার দিলু মেম্বার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কামাল হোসেন (৩৫) ও একই এলাকার পানিরছড়া মৌলভী বাজার এলকার মৃত আব্দুল হাকিমের ছেলে সৈয়দ নুরকে (৩১) সাত বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন। সাত জনের সাক্ষ্যর ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন। তবে জামিনে বেরিয়ে পলাতক রয়েছে দুই আসামি।

আদালত সূত্রে জানা গেছে, ‘২০১৬ সালের ৩ মে কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক এলাকা থেকে সন্দেহ ভাজন তাদের আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশিতে বেরিয়ে আসে ১ হাজার পিস ইয়াবা। এসব মাদক উদ্ধারের পর কর্ণফুলী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) অর্নব বড়ুয়া বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। ২০১৬ সালের ৩১ মে মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ দাখিল করেন মামলা তদন্ত কর্মকর্তা। একই বছরের ১৭ আগস্ট অভিযোগ গঠন করে বিচারকার্য শুরুর আদেশ দেন আদালত।