মাঠ থেকে অবসরে যেতে চান রিয়াদ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর থেকেই দুই সিনিয়র মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের গুঞ্জন বাতাসে ভাসছিল। ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। তবে রিয়াদ এখনও বিদায় জানাননি। ইতোমধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরে চলে গেছেন রিয়াদ। ওয়ানডেকেও বিদায় বলে দিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসরে চলে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ কারণে রিয়াদ চাইছেন মাঠ থেকে ক্রিকেটকে বিদায় জানাতে, এমন খবর প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল। তারা জানিয়েছে, অবসরের ব্যাপারে দুই সিনিয়র মুশফিক এবং রিয়াদের সাথে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছিল বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমকে। মুশফিক অবসরের ঘোষণা দেওয়ার আগে কথা বলেছেন ফাহিমের সাথে। রিয়াদের সাথেও ফাহিমের কথা হয়েছে। তবে এই প্রসঙ্গে এখনই কোনো তথ্য দিতে চাননি ফাহিম। ফাহিম বলেছেন, ‘যখন ঘটনা ঘটবে, তখন জানতে পারবেন। এখন কোনো কিছু বলা যাবে না।’ কিন্তু বিসিবির অন্য একজন কর্মকর্তার জানিয়েছেন, ‘মাহমুদউল্লাহ টেস্ট ও টি-টোয়েন্টি মাঠ থেকে ছেড়েছেন। ওয়ানডে ছাড়ার অর্থ হলো জাতীয় দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে হবে, তাই ঘটা করে বিদায় দিতে চায় বোর্ড। পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলা হতে পারে তার।’ আপাতত কোনো সিরিজের ব্যস্ততা নেই বাংলাদেশ দলের। রিয়াদ যেহেতু শুধু ওয়ানডেই খেলছেন সেক্ষেত্রে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলে বিদায় নিতে চাইলে জুলাই-আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে।
এর আগে পাকিস্তান বা শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজে খেলেও ক্যারিয়ার শেষ করতে পারেন তিনি।