মাঠে নেমেই পরাজয় দেখলেন মেসি নেইমার ও এমবাপে

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের পর এই প্রথম তারা দু’জন একসঙ্গে খেলতে নামলেন। বর্তমান সময়ের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপে। একজন বিশ্বকাপের সোনার বল এবং অন্যজন সোনার বুটের মালিক। তাদের জুটিও পরাজয় এড়াতে পারলেন না পিএসজির। উল্টো দুই মহা তারকার উপস্থিতিতেই তাদের দল পিএসজি ১-০ গোলে হেরে গেলো স্টেডে রেনের কাছে। খবর জাগোনিউজ’র
পিএসজির প্রথম একাদশে ছিলেন লিওনেল মেসি এবং নেইমার। পরিবর্তিত হিসাবে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপে। তিন তারকাই প্রায় ৩৫ মিনিট একসঙ্গে ছিলেন মাঠে। তবুও শেষরক্ষা হল না। মৌসুমে দ্বিতীয় পরাজয় মেনে নিতে হলো পিএসজিকে। এ হারের ফলে লিগ ওয়ানে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে পিএসজির পয়েন্টের ব্যবধান দাঁড়ালো মাত্র ৩-এ। বিশ্বকাপ জিতে ক্লাবের জার্সিতে খেলতে নেমে আগের ম্যাচে পিএসজিকে জিতিয়েছিলেন মেসি। কিন্তু রেনের কাছে হারতে হল তাদের। ম্যাচে আধিপত্য দেখাল রেনে। পুরো ম্যাচে গোল লক্ষ্য করে একটি মাত্র শট নিতে পেরেছেন মেসিরা। অন্যদিকে রেনে মেরেছে ৬টি শট। ১৭টি ফাউল করেছেন প্যারিসের ফুটবলাররা। এই পরিসংখ্যান থেকেই বোঝা যাচ্ছে, দিনটা একেবারেই পিএসজির ছিল না। ছন্দে ছিলেন না মেসি, এমবাপেরাও। ফলে গোলের মুখ খুলতে পারেনি তাদের দল। রেনের কাছে হারলেও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি। ১৯ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের পয়েন্ট ১৯ ম্যাচে ৪৪। তৃতীয় স্থানে রয়েছে মার্সেই। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। অর্থাৎ, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ক্লাবের সঙ্গে বেশি ব্যবধান নেই পিএসজির। ৩০ জানুয়ারি রেমসের বিরুদ্ধে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবেন মেসিরা। তার আগেই, ১৯ জানুয়ারি সৌদি আরবে রোনালদোর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলে যাবে পিএসজি।