নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :
সাতকানিয়ায় সাঙ্গু নদীতে মাছ ধরতে গিয়ে মো. রাকিব উদ্দীন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার বাজালিয়া বোমাং হাট এলাকায় সাঙ্গু নদী থেকে দুপুর ১টায় এ স্কুল ছাত্রের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
রাকিব উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড উত্তর মাহালিয়া এলাকার আবদুর রহিমের ছেলে। বাজালিয়ার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র।
বাজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. শামসুল ইসলাম বলেন, সাঙ্গু নদীতে কে বা কারা বিষ প্রয়োগ করলে নদীতে মাছ ভেসে উঠে। অন্যান্যদের মত রাকিবও সাঙ্গু নদীতে হাত জাল দিয়ে মাছ ধরছিল। মাছ ধরা শেষে বোমাং হাট এলাকা দিয়ে নদী পার হওয়ার সময় হঠাৎ দুপুর ১২টায় পানির নিচে তলিয়ে যায় রাকিব। এ সময় সময় তার হাতে জালের রশি বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে গভীর পানিতে আসার পর জালের ভারে ভারসাম্য রক্ষা করতে না পেরে সে পানিতে ডুবে যায়। লাশ উদ্ধারের কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিবকে ডুবতে দেখে ৯৯৯-এ জানালে ফায়ার সার্ভিসের ডুবুরী দল দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়রা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ মুহূর্তের সংবাদ