সুপ্রভাত ডেস্ক »
মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৪‘ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফ করেন। তিনি জানান, মাতারবাড়ীকে ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই মধ্যে আলাদা আলাদা মন্ত্রণালয়ের অনেক পরিকল্পনা ও বাস্তবায়ন সেখানে চলমান রয়েছে। এগুলোকে সার্বিকভাবে সমন্বয় করতেই কর্তৃপক্ষ গঠন করতে চাইছে সরকার। যার প্রধান হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে দেশি–বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি করতে কাজ করবে এ কর্তৃপক্ষ।
মো. মাহবুব হোসেন জানান, এ কর্তৃপক্ষের মূল কাজ হবে মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ করা, আমদানি–রপ্তানির কাজ, বিভিন্ন চাষবাস, দেশি–বিদেশি বিনিয়োগ সহজ করা ও লজিস্টিক সহযোগিতা।
এরই মধ্যে মাতারবাড়ীতে ৫৫ হাজার ৯৬৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। যেখানে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।