নিজস্ব প্রতিনিধি, মহেশখালী :
কক্সবাজারের মহেশখালীতে প্রতিপড়্গের হামলায় আহত ছালেহ আহমদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, ১৫ মে বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের আবদুল গফুরের নেতৃত্বে ৮-১০ জনের সন্ত্রাসী দল কলেজ ছাত্র আয়ুবের বাড়িতে হামলা চালায়। এ সময় আয়ুব ও তার পিতা ছালেহ আহমদকে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের প্রথমে মহেশখালী ও পরে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ছালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছালেহ আহমেদের (৫০) মৃত্যু হয়।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের একটি আম পাড়া নিয়ে তুচ্ছ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করেছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রয়েছে বলে পুলিশ জানায়।