সুপ্রভাত ডেস্ক »
কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করে রেখেছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়টির মূল ফটক এলাকায় চট্টগ্রামমুখী লেনে অবস্থান নেয়ায় আটকা পড়েছে যানবাহন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল ১০টার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগও বন্ধ রয়েছে। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশের স্থানীয় সূত্র জানায়, আজ সকাল সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা একযোগে মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে এগিয়ে আসেন। এরপর তাঁরা মহাসড়কের চট্টগ্রামমুখী লেন অবরোধ করে স্লোগান দিতে থাকেন। একই সময়ে ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করেন তাঁরা।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে চট্টগ্রাম নগর থেকে ক্যাম্পাসের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বেলা সাড়ে তিনটায় নগরের ষোলশহর রেলস্টেশনে সমাবেশ হওয়ার কথা রয়েছে।