মহানবীর (স:)’র আদর্শ বর্তমান বিশ্বে সংঘাত নিরসনে সহায়ক

ঈদে মিলাদুন্নবীর (স.) মিলাদ ও আলোচনা

মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সমাজে সত্যিকার অর্থে আদর্শ নৈতিক বোধসম্পন্ন দেশপ্রেমিক মানুষ গড়ার জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ (স:)’র আদর্শ অনুসরন করাই যথেষ্ট। মুহাম্মদ (স:)’র আদর্শ ও বিচক্ষণতা বর্তমান বিশ্বে জাতিতে-জাতিতে সংঘাত নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স:)’র জন্ম বিশে^র মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহ্ হযরত মুহাম্মদ (স:)কে রহমাতুল্লিল আল আমিন তথা সমগ্র বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেন। ১০ অক্টোবর সকালে বাটালি হিলস্থ চসিক অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, সমাজ কল্যাণ স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুস সালাম মাসুম, কাউন্সিলর আবদুল মান্নান, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চকমা, প্রধান প্রকৌশলী রফিকুল ইমলাম, অতি. প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, মনিরুল হুদা, আকবর আলী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, মীর্জা ফজলুল কাদের, ডা. ইমাম হোসেন রানা, বিভাগীয় ও শাখা প্রধান সহ কর্মকর্তা-কর্মচারীগণ।
মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন চসিক মাদ্রাসা পরিদর্শক আলহাজ¦ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী।
খোরশেদ আলম সুজন
মানবতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর মূল শিক্ষা বলে মতপ্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
৯ অক্টোবর সকালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মাঝে শরবত, খেজুর এবং চকলেট বিতরণকালে মতপ্রকাশ করেন সুজন।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক হাজী মসিউর রহমান চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মো. ইলিয়াছ, লালখানবাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, আওয়ামী লীগ নেতা হাজী মো. সিরাজ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. নুরুল কবির, এহসানুল হক চৌধুরী, মহানগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু, মো. মশিউর রহমান, মো. আলমগীর হোসেন, হাফেজ মো. ওকার উদ্দিন, মো. শাহজাহান, শাহনেওয়াজআশরাফী, ওয়াহিদ উল্ল্যাহ চৌধুরী, মহিউল আলম হাজী, আসিফ খান, ফয়সাল ওয়াসি, খালেদুজ্জামান বাবু, আরিফুর রহমান সজীব প্রমুখ।
মুনিরীয়া যুব তবলীগ, বায়েজিদ
বায়জিদস্থ আরেফিন নগর কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
ষোলশহর শাখার উদ্যোগে ৯ অক্টোবর বাদে মাগরিব হতে বায়েজিদস্থ আরেফিন নগর কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাচ্ছেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রকিব উদ্দীন, মাওলানা হাফেজ আল আমিন।
বক্তারা বলেন,আজকের যুবকরা প্রিয় নবীজি (দঃ)’র অনুসরণ-অনুকরণ বাদ দিয়ে দুনিয়াবী স্বার্থের জন্য ভ্রান্ত মতবাদের পিছনে ছুটছে। নবীজির সুন্নাত বাদ দিয়ে আচার-আচরণে, লেবাসে-পোশাকে ইহুদী-নাছারাদের পদাংক অনুসরণ করছে। যার ফলে মুসলিম যুবকদের ঈমানী শক্তি দিন দিন লোপ পাচ্ছে।
মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা বশির উদ্দিন, মাওলানা শফিউল আলম, মুহাম্মাদ জসিম উদ্দিন পাটেয়ারী, শায়খ সাইফুদ্দিন, মাওলানা কামাল উদ্দিন প্রমুখ।
চট্টগ্রাম মডেল মাদরাসা
চট্টগ্রাম মডেল মাদরাসা এর ব্যবস্থাপনায় ৮ অক্টোবর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) শীর্ষক আলোচনা সভা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পরে মাদরাসার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মুহাম্মদ এইচ এম ইমামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছসেবকলীগ নেতা মুহাম্মদ দিদারুল আলম। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম মডেল ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) মুহাম্মদ আবদুর রাজ্জাক। প্রধান আলোচক ছিলেন তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ ক্বারী আবু নুর মুহাম্মদ হাস্সান নুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহমুদুল হক রাজিব, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের আজীবন সদস্য মুহাম্মদ জাহেদুল হাসান রুবায়েত, বিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, ব্যবসায়ী এস.এম ইকবাল বাহার, মুহাম্মদ নূর উন নঈম রিমন, সংগঠক মুহাম্মদ ফরিদুল আলম, ব্যবসায়ী মুহাম্মদ আমান উল্লাহ, মুহাম্মদ মোছাদ্দেক, মুহাম্মদ শফিউল আকবর, চকবাজার মা আয়েশা (রা) মডেল মাদরাসার পরিচালক মাওলানা আজিজ, মুহাম্মদ কিবরিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের সাবেক সহ সভাপতি মুহাম্মদ ইরফানুল আবছার সিফাত, সাবেক সভাপতি মুহাম্মদ মিশকাতুল কাদের নিশাত, ছাত্রনেতা মুহাম্মদ সাঈদ ইমরান, মুহাম্মদ হাসানুল করিম, মুহাম্মদ সাঈদ, চট্টগ্রাম মডেল মাদরাসার শিক্ষক মুহাম্মদ ওমর ফারুক, মুহাম্মদ জামাল উদ্দীন, হাফেজ মুহাম্মদ জাহেদ প্রমুখ। বিজ্ঞপ্তি