শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের তহবিল থেকে মন্দিরের উন্নয়নে সৌরবিদ্যুৎ সরঞ্জাম প্রদান করা হয়েছে।
নগরীর ২১ নম্বর জামাল খান ওয়ার্ডে শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে এসব সরঞ্জাম হস্তান্তর করেন তরুণ সমাজসেবক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের মহিলা নেত্রী সুচিত্রা গুহ (টুম্পা), আশ্রম কমিটির সভাপতি অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অনিমেষ রায় চৌধুরী, নিহার দত্ত, প্রকৌশলী সুমিত দত্ত টিটু, স্বপন চৌধুরী খোকা, শিমুল সেন, রুপম দত্ত লাতু, মৃদুল দাশ, সুনয়ন গুহ (শুভ), মোশরাফুল হক চৌধুরী পাভেল, সাইফুল প্রমুখ। বিজ্ঞপ্তি
মহানগর