ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক, বঙ্গীয় আইন সভার নির্বাচিত সদস্য (১৯৩৭), বড়-ছোট ৪২টি গ্রন্থের প্রণেতা, কদম মোবারক মুসলিম এতিমখানার প্রতিষ্ঠাতা ও চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় দেয়া পাহাড়ে জাতীয় আরবী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্ননায়ক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী’র ৭০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম অধিকার আন্দোলনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর কদম মোবারক মুসলিম এতিমখানায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা, মনিরুজ্জামান ইসলামাবাদীর নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের নামকরণ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মরহুমের নামে প্রতিষ্ঠিত সড়কের নাম পুনঃনামকরণ, দেয়াঙ পাহাড়ে জাতীয় আরবী বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস স্থাপন ও পাঠ্যপুস্তকে মরহুমের জীবনী অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
আলোচনায় অংশ নেন গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ফজল আহমদ, বৃহত্তর চট্টগ্রাম অধিকার আন্দোলনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, অধ্যাপক মুছা কলিম উল্লাহ, প্রিমিয়ার হাসপাতালের জিএম মো. আবু বকর প্রমুখ। বিজ্ঞপ্তি