সুপ্রভাত ডেস্ক :
ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) গত বছরের জুলাইয়ে বসানোর কথা থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি এনবিআর। তবে চলতি মাসের ২৫ তারিখ ১০০টি ইএফডি বসানোর কাজ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
গত সোমবার চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনা ও বিবিধ সংক্রান্ত ভার্চুয়াল সভা শেষে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ১০০টি ইএফডি মেশিন বসানো হয়েছে। সেগুলোর অপারেশন পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী ২৫ তারিখ এগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরে পর্যায়ক্রমে আরও মেশিন বসানো হবে।
খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিজনেস