নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
বর্তমান রানার্সআপ চসিক একাদশের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ পেয়েও এবং পেনাল্টি বঞ্চিত হয়ে শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে গতকাল এ দু’দলের খেলা গোলশূন্য ড্র হয়। এ পর্যন্ত ৪ খেলা থেকে চসিক একাদশের ৭ ও মুক্তিযোদ্ধা সংসদ দলের ২ পয়েন্ট।
লিগের এবারের আসর ভাগ্য সহায় হচ্ছে না মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। এ পর্যন্ত ৪ খেলায় গুছানো আক্রমণের মধ্যে থাকলেও প্রত্যাশিত ফলাফল পাচ্ছে না তারা। শুধুই গোল থেকে বঞ্চিত হওয়ার হিড়িক পড়েছে তাদের। গতকালও এর ব্যতিক্রম হয়নি। শুরু থেকেই পরিকল্পিত আক্রমণে গোলের সুযোগ করেছে দেবাশীষের শির্ষ্যরা। চসিক রক্ষণভাগকে অধিকাংশ সময় তাদের আক্রমণ সামাল দিতে ব্যস্ত থাকতে হয়েছে। ৩৪ মিনিটে প্রথম সুযোগ আসে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের। গোলমুখের জটলা থেকে সজিবের শট সরাসরি কিপারের হাতে চলে যায়। ৪ মিনিট পর মতিউরের সেন্টারে অধিনায়ক নুরুল আবছারের শট আবারো কিপারের হাতে জমাট বাঁধে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে বক্সের বামপ্রান্তে ফাঁকায় থেকে চসিক একাদশের বোরহান বাইরে শট করেন। এটি ছাড়া তারা গোল করার মত আর কোন উল্লেখযোগ্য সুযোগ করতে পারেনি। ১৮ মিনিটে আবছারের দুর্দান্ত ফ্রি-কিক চসিক কিপার হামিদুর কর্নার করে বিপদমুক্ত করেন। ৩ মিনিট ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদ দলের আক্রমণ থেকে বল গোলমুখে চসিকের একজন ডিফেন্ডারের হাতে লাগলেও রেফারি শরিফুজ্জামান টিপু পেনাল্টি এগিয়ে যান। এর প্রতিবাদ করেও ব্যর্থ হন মুক্তিযোদ্ধা সংসদ দলের খেলোয়াড়রা। এর আগে একইভাবে ব্রাদার্সের খেলায় কোয়ালিটি স্পোর্টস ক্লাবকেও রেফারি টিপু নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেন। বাকি সময় আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি মুক্তিযোদ্ধা সংসদ। ম্যাচসেরা মুক্তিযোদ্ধা সংসদ দলের রাজু’র হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন। আজকের খেলায় ব্রাদার্স ও মোহামেডান ব্লুজ প্রতিদ্বন্দ্বিতা করবে।