সুপ্রভাত ডেস্ক :
ভারতে গত ১০ দিনে করোনায় সংক্রমণের সংখ্যা দুই থেকে তিন লাখে দাঁড়িয়েছে।
সংক্রমণ পরিস্থিতিও দিনদিনই খারাপ হচ্ছে। দেশটিতে শনিবার নতুন করে ১১ হাজার ৪শ ৫৮জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৩৮৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮শ ৮৪ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
ভারতে সংক্রমণের সংখ্যা ১শ থেকে ১ লাখ ছাড়াতে ৬৪ দিন সময় লেগেছে। মাত্র ১৫ দিনে এ সংখ্যা ২ লাখে পৌঁছে। সংক্রমণের দিক থেকে বিশ্বে ভারতের অবস্থান এখন চতুর্থ।
দেশটিতে মোট সংক্রমণ ৩ লাখ, ৮ হাজার ৯শ ৯৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত অসুস্থ ছিলো ১ লাখ ৪৫ হাজার ৭শ ৭৯ জন এবং সুস্থ হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩শ ২৯ জন।
এ পর্যন্ত ৪৯.৯ শতাংশ রোগী সুস্থ হয়েছে বলে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
মোট আক্রান্তদের মধ্যে বিদেশীরাও রয়েছে।
নতুন করে যে ৩৮৬ জন মারা গেছে তার মধ্যে দিল্লীতে সর্বোচ্চ ১২৯ জন, মহারাষ্ট্রে ১২৭জন, গুজরাটে ৩০, উত্তরপ্রদেশে ২০, তামিলনাড়ুতে ১৮, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ও মধ্যপ্রদেশে ৯ জন করে, কর্ণাটক ও রাজস্থানে ৭জন করে, হরিয়ানা ও উত্তরখন্ডে ৬ জন করে, পাঞ্জাব ৪, আসাম ২ এবং জম্মু ও কাশ্মীর, কেরালা ও উড়িশ্যার একজন রয়েছে।