‘ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিউইরা’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ প্রতিদ্বন্দ্বিতা করতে নামবে ভারত ও নিউজিল্যান্ড। একই গ্রুপের দুই দল হলেও ভারত নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। অন্যদিকে পাকিস্তান থেকে দুবাই দুইবার যাত্রা করতে হয়েছে নিউজিল্যান্ডকে। এ নিয়ে ভ্রমণ ক্লান্তি থাকলেও ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে তৈরি কিউইরা এমনটাই জানালেন তাদের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের সব ম্যাচ দুবাইয়ে খেলা নিয়ে বিতর্ক থাকলেও নিউজিল্যান্ডের এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ করা দল। ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করা দলটি টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তানের বিরুদ্ধে লাহোরে। সেখানে খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি থেকে করাচিতে। যেখানে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি যেতে হয় দুবাইয়ে। সেখানে ভারতের সাথে ম্যাচ খেলেই আবার পাকিস্তানের লাহোর যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল। গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমি শেষে আবারো তারা ধরে দুবাইয়ের বিমান। ফাইনালের আগে স্যান্টনার বলেন, ‘ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। তারা এই কন্ডিশন সম্পর্কে ভালো জানে। তবে ওসব নিয়ে আর আলোচনা বাড়াতে চাই না। এই টুর্নামেন্টের আগে আমরা একটা ত্রিদেশীয় সিরিজে খেলেছি যা সহায়তা করছে। তবে স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়।’
‘দলের সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফাইনাল সবসময়ই ব্যতিক্রম হয়। আমাদের দারুণ একটা দল আছে দারুণ স্টাফও। তাই তো শুধুই ম্যাচেই মনোযোগ দিচ্ছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা তৃতীয়বার ফাইনালে উঠেছে ভারত। ২০১৩ সালের ট্রফি জয়ীরা এবার খেলবে দ্বিতীয়বার জেতার লক্ষ্যে। অন্যদিকে ২০০০ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড।