সুপ্রভাত ডেস্ক »
যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁকে আর্থিক সেবা খাত নিয়ন্ত্রণের দায়িত্ব দিচ্ছেন।
ব্লুমবার্গের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার (৯ জুলাই) জানিয়েছে, টিউলিপকে দেওয়া হয়েছে আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব, যে পদটি ‘সিটি মিনিস্টার’ হিসেবেও পরিচিত। তবে যুক্তরাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিষয়টি ঘোষণা করা হয়নি।
গত বৃহস্পতিবারের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাজ্যে সরকার গঠন করেছে লেবার পার্টি, যার মধ্য দিয়ে ১৪ বছরের টোরি শাসনের অবসান হয়েছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার নেতা কিয়ার স্টারমার, যিনি ইতোমধ্যে তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন।
৪১ বছর বয়সী টিউলিপ লেবার পার্টির হয়ে আথির্ক সেবা খাতে দলীয় নীতি প্রণয়নে যুক্ত আছেন ২০২১ সাল থেকে।
টিউলিপ আথির্ক সেবা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে বিম অ্যাফোলামির স্থলাভিষিক্ত হচ্ছেন। এইচএসবিসির সাবেক ব্যাংকার অ্যাফোলামি গত টোরি সরকারের সময় এ পদে ছিলেন।
এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামসকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে টানা চতুর্থবারের মত উত্তর-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনের এমপি হয়েছেন টিউলিপ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৫ প্রথমবার এমপি হন। পরে ২০১৭ ও ২০১৯ সালেও পুনঃনির্বাচিত হন।
এর আগে ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির এমপি হিসাবে ছায়া সরকারে বিভিন্ন দায়িত্ব পালন করা টিউলিপ এবার লেবার সরকারের দায়িত্ব পেতে পারেন বলে ভোটের আগে থেকেই আলোচনা চলছিল।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ, যিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা বারাক ওবামার প্রচারাভিযানেও অংশ নেন।
২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। ২০১৩ সালের জুলাইয়ে স্থানীয় পার্টির সদস্যদের ভোটে টিউলিপ তৎকালীন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকেট পান।
একদিকে পারিবারিক পরিচয়, অন্যদিকে লন্ডনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রার্থিতার কারণে টিউলিপ সব সময়ই ছিলেন আলোচনার কেন্দ্রে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ ২০১৫ প্রথমবার এমপি হন। পরে ২০১৭ ও ২০১৯ সালেও পুনঃনির্বাচিত হন।
এর আগে ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির এমপি হিসাবে ছায়া সরকারে বিভিন্ন দায়িত্ব পালন করা টিউলিপ এবার লেবার সরকারের দায়িত্ব পেতে পারেন বলে ভোটের আগে থেকেই আলোচনা চলছিল।
বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা ও শফিক সিদ্দিকীর মেয়ে টিউলিপ লন্ডনের মিচামে জন্মগ্রহণ করেন। টিউলিপের শৈশব কেটেছে বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরে। লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্মেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রেটার লন্ডন এবং সেইভ দ্য চিলড্রেনের সঙ্গে কাজ করেন টিউলিপ, যিনি মাত্র ১৬ বছর বয়সে লেবার পার্টির সদস্য হন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতা বারাক ওবামার প্রচারাভিযানেও অংশ নেন।
২০১০ সালে ক্যামডেন কাউন্সিলে প্রথম বাঙালি নারী কাউন্সিলর নির্বাচিত হন টিউলিপ। ২০১৩ সালের জুলাইয়ে স্থানীয় পার্টির সদস্যদের ভোটে টিউলিপ তৎকালীন হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকেট পান।
একদিকে পারিবারিক পরিচয়, অন্যদিকে লন্ডনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রার্থিতার কারণে টিউলিপ সব সময়ই ছিলেন আলোচনার কেন্দ্রে।