নিজস্ব ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা ২০২২-২৩ আসরে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সর্বোচ্চ পদক পেয়ে শিরোপা জয় করেছে। আউটার স্টেডিয়ামস্থ সিজেকেএস সুইমিংপুলে গতকাল দিন ব্যাপী এ আসরে ৬ স্বর্ণ, ৩ রৌপ্য ও ১ তা¤্র নিয়ে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ৪ স্বর্ণ ও ২ তা¤্র নিয়ে দ্বিতীয় এবং গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী ২ স্বর্ণ ও ৩ রৌপ্য নিয়ে তৃতীয় স্থান লাভ করেছে। এছাড়া ১ স্বর্ণ, ১ রৌপ্য ও ১ তা¤্র পেয়ে এম এইচ স্পোর্টিং ক্লাব চতুর্থ স্থান এবং সিটি কর্পোরেশন একাদশ ৫ম হয়েছে। ২০০ মিটার ফ্রি স্টাইলে সিটি কর্পোরেশন একাদশের ইনতিহাব আহমেদ প্রথম হয়ে দলের হয়ে একমাত্র পদক জয় করেন। প্রতিযোগিতায় ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের মেহরাজ ৩টি স্বর্ণপদক জয় করে সেরা সাতারু’র খেতাব অর্জন করেন। ব্রাদার্সের আশিকুর ও গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠীর প্রাঞ্জল বড়ুয়া ২টি করে স্বর্ণপদক লাভ করেন। অন্য দলের মধ্যে ১ তা¤্র, বিসিআইসি ক্রীড়া সংসদ ২ রৌপ্য, ২ তা¤্র, শতদল জুনিয়র ১ রৌপ্য, ১ তা¤্র, এলিট পেইন্ট ক্লাব ২ তা¤্র, ইয়ং স্টার ব্লুজ ১ রৌপ্য, রাইফেল ক্লাব ১ তা¤্র, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব ১ তা¤্র ও উল্লাস ক্লাব ১ তা¤্র পদক পায়। ২৭ দলের ১১৫ জন সাতারু ১৫টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে সকালে উদ্বোধনী ও বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিজেকেএস সহ সভাপতি ও সাঁতার কমিটির চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ মহাসচিব আশিকুর রহমান মিকু, স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের চিফ কর্পোরেট রিলেশন অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দীন রাজ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ ও বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া এডভাইজর অভীক উসমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব। সিজেকেএস নির্বাহী ও বিভিন্ন উপ-কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।