সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়েছে কানাডা।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য ভাবে শেষ হলে ম্যাচ নিস্পত্তি হয় টাইব্রেকারে।
কানাডা নারী ফুটবলে গত রিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এই ব্রাজিলকেই হারিয়েছিল তারা। এ নিয়ে পরপর দুই অলিম্পিকে কানাডার কাছে হারল ব্রাজিলের মেয়েরা।
কানাডা নারী ফুটবলের কোচিং স্টাফে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র ছোট ভাই অ্যাডাম ডে।
ম্যাচের আগে জেমি ডে কানাডা জিতবে বলে আশা করেছিলেন। শেষ পর্যন্ত জেমির ভাইয়ের দলই উঠে গেলো গেমস নারী ফুটবলের শেষ চারে।
জেমির ভাইয়ের দলের সেমিতে উঠলেও তাদের মাতৃভূমি ব্রিটেন বিদায় নিয়েছে গেমস ফুটবল থেকে। কোয়ার্টার ফাইনালে ব্রিটেনকে অতিরিক্ত সময়ের গোলে ৪-৩ ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল ২-২ গোলে।