সুপ্রভাত ডেস্ক :
চলমান করোনা পরিস্থিতিতে ব্যাংকিং চ্যানেলে সেমিস্টার ফি পাঠাতে পারবেন বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা। প্রয়োজনে নির্দিষ্ট পরিমাণ টাকা ভার্চুয়াল কার্ড অথবা আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে প্রেরণ করতে পারবেন গ্রাহক। এ সুযোগ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত পৃথক দুটি সার্কুলার জারি করে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং অথরাইজড ডিলারদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, করোনা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী দেশের বাইরে বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে অনলাইনের সহযোগিতা নিচ্ছেন। সেই কোর্স ফি বৈধভাবে পরিশোধের জন্যই এ সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই সেমিস্টারের অর্থ পাঠাতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
অপর সার্কুলারে বলা হয়েছে, চলমান করোনা পরিস্থিতির কারণে সরকারি-বেসরকারি বিভিন্ন বৈঠক ভিডিও কলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এসব সেমিনার ও ওয়েবিনারের অর্থ পরিশোধে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারবে। খবর : ডেইলিবাংলাদেশ’র।
বিজনেস