চেম্বার সভাপতির সাথে শিল্প পুলিশের মতবিনিময়
ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চিটাগাং চেম্বার কার্যালয়ে গতকাল বিকেলে দি চিটাগাং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সাথে চট্টগ্রামস্থ শিল্প পুলিশ-৩ এর সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো. সোলাইমান মতবিনিময় করেন।
এ সময় শিল্প পুলিশ ৩ এর এএসপি মো. জসিমউদ্দিন, চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রাম হচ্ছে শিল্প ও বন্দরনগরী। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে দেশের অনেক মাঝারি-ছোট-বৃহৎ শিল্প কারখানা অবস্থিত। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ অঞ্চলের শিল্পায়ন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এ অঞ্চলের উৎপাদিত পণ্যসমূহ সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে পরিবাহিত হয়। ইতোপূর্বে সীতাকু- ও মিরসরাই অঞ্চলে প্রায়ই বিভিন্ন ধরনের পণ্য বিশেষ করে তৈরি পোশাকজাত এবং রড চুরি হতো। তবে বর্তমানে এ ধরনের চুরি ও ডাকাতি অনেক কম সংগঠিত হচ্ছে।
চেম্বার সভাপতি শিল্পপুলিশ ইউনিটকে তাদের বর্তমান কর্মকা-ের জন্য ধন্যবাদ জানিয়ে ইউনিটকে আরো অধিকতর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বৃহত্তর চট্টগ্রামস্থ ব্যবসায়ীদের পণ্যের নিরাপত্তা এবং শিল্প-কারখানার শ্রমিকের শান্তি ও শৃঙ্খলার উপর বিশেষ নজর দেওয়ার জন্য শিল্প পুলিশকে অনুরোধ জানান।
সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসপি) মো. সোলাইমান, বলেন চট্টগ্রাম হচ্ছে দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। এর মাধ্যমেই দেশের অর্থনীতির কর্মকা- পরিচালিত হচ্ছে। তিনি এ অঅঞ্চলের ব্যবসায়ীদের উৎপাদিত পণ্যের নিরাপত্তা ও শ্রমিকদের সকল ধরনের সমস্যা সমাধানে চট্টগ্রামস্থ শিল্প পুলিশ ব্যাপক পরিসরে কাজ করছে বলে মন্তব্য করে এক্ষেত্রে চিটাগাং চেম্বারের সহযোগিতা কামনা করেন। এসপি মো. সোলাইমান চেম্বার নেতৃবৃন্দকে এ অঅঞ্চলের শিল্পায়নের গতিধারা অব্যাহত রাখতে তাঁর ইউনিটের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এএসপি মো. জসিমউদ্দিন চট্টগ্রামস্থ শিল্প পুলিশের সার্বিক কর্মকা- সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। চেম্বার পরিচালক অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) চট্টগ্রাম শিল্প পুলিশের কাজের পরিধি আরো বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি