বোধনের ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৩৯তম পর্ব সম্পন্ন

বোধনের ভার্চুয়াল আড্ডায় অংশগ্রহণকারীরা

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে গত ২৪ জুলাই (শুক্রবার) রাত ৮টায় অনলাইনে অনুষ্ঠিত হয় ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’ -৩৯তম পর্ব। আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর সঞ্চালনায় আমন্ত্রিত আবৃত্তিশিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন ‘শ্রুতি’ সিলেট এর আবৃত্তিশিল্পী সুকান্ত গুপ্ত এবং বোধনের আবৃত্তিশিল্পীদের মধ্যে আবৃত্তি করেন জাফরিন জালাল রাঞ্জা,সন্দীপন সেন একা, ইতু সাহা ও প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা। এ অনুষ্ঠানের উদ্দেশ্য, দলের কর্মীরা যেন নিজেদের আবৃত্তিশিল্পী হিসেবে গড়ে তুলতে পারে।
অনুষ্ঠানের যাবতীয় কর্মকা- যেমন মহড়া, মঞ্চ, আলো, মিলনায়তন ব্যবস্থাপন, প্রচার, প্রকাশনাসহ যাবতীয় কাজ সংগঠনের অংশগ্রহণকারীরাই করে থাকেন। প্রতি আয়োজনে আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সহ ৫/৬ জন আবৃত্তি করেন। এই অনুষ্ঠানটি মিলনায়তনে করে থাকি কিন্তু করোনাকালীন সময়ে ৩৯ তম পর্বটি আমরা অনলাইনে করা হয়েছে। অনুষ্ঠানে আবৃত্তিশিল্পীরা বিভিন্ন কবির বেশ কিছু জনপ্রিয় কবিতা আবৃত্তি করেন। সুকান্ত গুপ্ত পরিবেশন করেন বাদলরাত্রি- রবীন্দ্রনাথ ঠাকুর, বিদায়বেলায়- কাজী নজরুল ইসলাম, অপ্রস্তুত যাত্রা- ইস্পিতা অবনী চৌধুরী, ছিন্নপত্র হতে পাঠ- রবীন্দ্রনাথ ঠাকুর, উল্টোঘুড়ি- রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং বোধনের আবৃত্তিশিল্পী জাফরিন জালাল রাঞ্জা পরিবেশন করেন কবিতা ঘর কুনো যুবকের জন্য আহবান- তাসলিমা নাসরিন, নড়ুন- দিপঙ্কর চক্রবর্তী, খুনী- করুণারঞ্জন ভভট্টাচার্য, ছেলেটি ও মেয়েটি – সুবোধ সরকার। সন্দীপন সেন একা পরিবেশন করেন সাঁকো- শ্রীজাত, বাংলা-টাংলা- অপূর্ব দত্ত, দুব্বো- সুবোধ সরকার, উকিলের বুদ্ধি (গল্প)-সুকুমার রায়, ইতু সাহা পরিবেশন করেন ফুল কই শুধু অস্ত্রের উল্লাস-মহাদেব সাহা, আমি মেয়ে- সংগৃহীত, হায় ঈশ্বর-শুভ দাশগুপ্ত, জেব্রাক্রসিং- লুৎফর রহমান রিটন এবং প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা সালেমানের মা -সুভাষ মুখোপাধ্যায়, উত্তরাধিকার-সুনীল গঙ্গোপাধ্যায়, কুশল সংবাদ-রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, যমুনাবতী- শঙ্খ ঘোষ’র কবিতা আবৃত্তি করেন। বিজ্ঞপ্তি